বাংলাদেশ বাইবেল সোসাইটির লক্ষ্য হচ্ছে বাংলাদেশে পবিত্র বাইবেল বিতরণ ও বিপণন করা। এই উদ্দেশ্যে সকলের জন্য (মাতৃভাষায়) ঈশ্বরের পবিত্র বাক্যের ব্যাপক, অর্থবহ ও কার্যকর বিপণন করা এবং পাঠকদের বাইবেল পঠনে উৎসাহিত করা। এই কাজ খ্রীষ্টিয় চার্চ সংগঠন (Denomination) ও সমমনা খ্রীষ্টিয় সংগঠনের (Para-Church) সঙ্গে অংশীদারিত্বের ও সহযোগিতার মাধ্যমে সম্পন্ন করা।