সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য
বাংলাদেশ বাইবেল সোসাইটির লক্ষ্য হচ্ছে বাংলাদেশে পবিত্র বাইবেল বিতরণ ও বিপণন করা। এই উদ্দেশ্যে সকলের জন্য (মাতৃভাষায়) ঈশ্বরের পবিত্র বাক্যের ব্যাপক, অর্থবহ ও কার্যকর বিপণন করা এবং পাঠকদের বাইবেল পঠনে উৎসাহিত করা। এই কাজ খ্রীষ্টিয় চার্চ সংগঠন (Denomination) ও সমমনা খ্রীষ্টিয় সংগঠনের (Para-Church) সঙ্গে অংশীদারিত্বের ও সহযোগিতার মাধ্যমে সম্পন্ন করা।
এর পরে আমি প্রত্যেক জাতি, বংশ, দেশ ও ভাষার মধ্য থেকে এত লোকের ভিড় দেখলাম যে, তাদের সংখ্যা কেউ গুণতে পারল না। সাদা পোশাক পরে তারা সেই সিংহাসন ও মেষ-শিশুর সামনে খেজুর পাতা হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল।
নিউজ লেটারের জন্য নিবন্ধন করুন!
আমাদের ঠিকানা
বাংলাদেশ বাইবেল সোসাইটি
390 New Eskaton Road
Dhaka-1000
Bangladesh
1000 Tel: +880-28314459, 9332726 E-mail: bbs@biblesociety.com Website: www.biblesociety.org.bd
Dhaka-1000
Bangladesh
1000 Tel: +880-28314459, 9332726 E-mail: bbs@biblesociety.com Website: www.biblesociety.org.bd